রাজধানীতে বিভিন্ন পেশার আড়ালে নারীরা যৌনকর্মী হিসেবে কাজ করছেন। জানা যায়, দেশে নারী যৌনকর্মীর রয়েছে ৭৪,৩০০। এরমধ্যে ৪৩,৩০০ যৌনকর্মীই বিভিন্ন আবাসিক এলাকায় ও হোটেলে এ পেশায় নিয়োজিত। বাকি ৩০,৭০০ যৌনকর্মী ভাসমান।
যৌনকর্মীদের বৃহত্তম অংশই বাস করে ঢাকায়। যৌনকর্মের প্রধান ক্ষেত্র হিসেবে পরিচিত রাজধানীর কিছু হোটেল বন্ধ হওয়ায় ফ্ল্যাটকে বেছে নিয়েছে অনেকে। তবে অভিজাত হোটেলে যৌন ব্যবসা অব্যাহত রয়েছে। হোটেলের চেয়ে ফ্ল্যাটে খদ্দেরকে বেশি টাকা গুণতে হয়। বিশেষ করে ভিআইপিরা যে সব এলাকায় বসবাস করেন। ওই সব এলাকার অধিকাংশ ফ্ল্যাটে পরিবারের আড়ালে এই ব্যবসা চলছে বলে তথ্য মিলেছে।
পরিচিত খদ্দের ছাড়াও দালালদের মাধ্যমে খদ্দের সংগ্রহ করেন ফ্ল্যাটে থাকা যৌনকর্মীরা। দালালরা খদ্দেরের কাছ থেকে বখশিসের টাকা আদায় করে। কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট যৌনকর্মীরা দালালদের পার্সেন্টেজ দিয়ে থাকে। আগের তুলনায় অল্পবয়সী মেয়েরা এখন এ পেশায় বেশি জড়াচ্ছে।
অন্যদিকে, ভিআইপি যৌনকর্মীদের বড় মাপের ব্যবসায়ী, চাকরিজীবীরাই মূলত তার খদ্দের। বিভিন্ন শ্রেণীর শ্রমিকরাই মূলত তাদের খদ্দের। রাজধনাীর হাইকোর্ট, জনসন রোড, পরীবাগ, শাহবাগ, বিভিন্ন সিনেমা হল, সংসদ ভবন সংলগ্ন এলাকায় রাতে ভাসমান পতিতাদের আনাগোনা চোখে পড়ার মতো।
যৌনকর্মীদের বৃহত্তম অংশই বাস করে ঢাকায়। যৌনকর্মের প্রধান ক্ষেত্র হিসেবে পরিচিত রাজধানীর কিছু হোটেল বন্ধ হওয়ায় ফ্ল্যাটকে বেছে নিয়েছে অনেকে। তবে অভিজাত হোটেলে যৌন ব্যবসা অব্যাহত রয়েছে। হোটেলের চেয়ে ফ্ল্যাটে খদ্দেরকে বেশি টাকা গুণতে হয়। বিশেষ করে ভিআইপিরা যে সব এলাকায় বসবাস করেন। ওই সব এলাকার অধিকাংশ ফ্ল্যাটে পরিবারের আড়ালে এই ব্যবসা চলছে বলে তথ্য মিলেছে।
পরিচিত খদ্দের ছাড়াও দালালদের মাধ্যমে খদ্দের সংগ্রহ করেন ফ্ল্যাটে থাকা যৌনকর্মীরা। দালালরা খদ্দেরের কাছ থেকে বখশিসের টাকা আদায় করে। কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট যৌনকর্মীরা দালালদের পার্সেন্টেজ দিয়ে থাকে। আগের তুলনায় অল্পবয়সী মেয়েরা এখন এ পেশায় বেশি জড়াচ্ছে।
অন্যদিকে, ভিআইপি যৌনকর্মীদের বড় মাপের ব্যবসায়ী, চাকরিজীবীরাই মূলত তার খদ্দের। বিভিন্ন শ্রেণীর শ্রমিকরাই মূলত তাদের খদ্দের। রাজধনাীর হাইকোর্ট, জনসন রোড, পরীবাগ, শাহবাগ, বিভিন্ন সিনেমা হল, সংসদ ভবন সংলগ্ন এলাকায় রাতে ভাসমান পতিতাদের আনাগোনা চোখে পড়ার মতো।
COMMENTS