কালিয়াকৈর পৌসভার ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৬১ কোটি ৩৮ লক্ষ ৮ হাজার টাকার বাজেট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঘোষণা করা হয়েছে।
পৌরসভার মেয়র মো. মজিবর রহমান এ বাজেট ঘোষণা করেন। পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, বাস-ট্রাক টার্মিনাল ও পয়নিস্কাশন ব্যবস্থার উন্নয়নের দিকে লক্ষ রেখে এ বাজেট ঘোষণা করা হয়। পাশাপাশি এ অর্থ বছেরে সফিপুর একটি বানিজ্যিকভিত্তিক মার্কেট, শ্রমিকদের আবাসনের জন্য একটি ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ, একটি অডিটরিয়াম/কমিউনিটি সেন্টার তৈরি করা হবে বলে মেয়র বাজেট অধিবেশনে উল্লেখ করেন।
এ অর্থ বছরে রাজস্ব আয় দেখানো হয়েছে ৮ কোটি ১৩ লাখ ৯ হাজার টাকা, উন্নয়ন অনুদান ৫৩ কোটি ২ লাখ টাকা উল্লেখ্য করা হয়েছে। গত বছরের চেয়ে ৬ গুণ বৃদ্ধি করে এ অর্থ বছরে সাধারণ নাগরিকদের কাছ থেকে কোনো কর বাড়ানো হবে না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র শামসুল আলম সরকার, কমিশনার মুহাম্মদ ফারুক হোসেন, সাইফুল ইসলাম, পৌরসভার সচিব নওসীন আহমেদ প্রমুখ।
COMMENTS