ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রাক চাপায় মমিন হোসেন (২৫) নামে এক মুসুল্লীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মিজানুর রহমান (৫৬) ও সাইফুল ইসলাম(২৫) নামে দুই মূসল্লী। বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন মসজিদের ভিতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ী হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম জানান, টাঙ্গাইল থেকে গাজীপুরগামী একট ট্রাক (নং-ঢাকা মেট্রো ট ১৬-২৭১১) তেলিরচালা এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার সেজাদস নীট ওয়্যার লিমিটেড কারখানার বিপরীত দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পার্শ্বের টিনসেড দিয়ে তৈরি ওই মসজিদে ঢুকে যায়। ফলে ট্রাক চাপায় ঘটনাস্থলে এক মুসল্লী মারা যায়। আহত হয় অপর দুইজন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পরই পালিয়ে যায়।
নিহত মমিন কালিয়াকৈর উপজেলার তেলিচালা গ্রামের সাহাবুদ্দিন মন্ডলের ছেলে বলে জানা গেছে।
COMMENTS