ফেডরিক মুকুল বিশ্বাস:গাজীপুরের কালীগঞ্জে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা জমি দখল, হয়রানিমূলক মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া বিডিপি বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুরে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ভাসানিয়া সভাপতি বিনয় রোজারিও’র সভাপতিত্বে সংগঠনের সম্পাদক উইলসন এস রিবেরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এসোসিয়েশনের ভাসানিয়া সহ-সভাপতি তপন রোজারিও, মঠবাড়ী শাখা সভাপতি থিওফিল রোজারিও, উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক অপু এন গমেজ, নাগরী ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক সারোয়ার শেখ, শ্যামল গমেজ প্রমূখ।
বক্তারা বলেন, ভুমি দস্যু ও সন্ত্রাসী বার্ণাড রোজারিও সহ স্থানীয় প্রভাবশালী একটি চক্র বেশ কিছুদিন ধরে জোরপূর্বক অন্যের জমি দখল ও মিথ্যা মামলায় জড়িয়ে বিভিন্ন লোকদের হয়রানি ও নির্যাতন করছে। বক্তারা ওই চক্রের এসব কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে বার্ণাড রোজারিও সহ ওই চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
COMMENTS