কালীগঞ্জে বিভিন্ন ইউনিয়নের বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী লোকদের মাঝে ভাতা বহি বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে ভাতা বহি বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক আজাহার আলী মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেন জানান, এ বছর নতুনভাবে অত্র উপজেলায় ৪৭৮ জনকে বয়স্ক ভাতা, ১১৩ জনকে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ্য মহিলা ভাতা এবং ৫৫ জনকে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ করা হয়।
COMMENTS