কাপাসিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ও মহিলাদল নেত্রী ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার ডেইজীকে রোববার বিকেলে গণসংবর্ধণা দেয়া হয়েছে।
উপজেলার তরগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উত্তর খামের চৌরাস্তা মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধণা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সভাপতি কাজল মোক্তার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও তরগাঁও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান দিলু, সহ-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম বেপারী, কফিল উদ্দিন বেপারী, মীর মাসুদ করিম, ছাত্রনেতা মোফাজ্জল হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।
পরে স্থানীয় বিএনপির প্রয়াত নেতা সবুরী খান ও প্রয়াত ছাত্রনেতা জলিলুর রহমান সবুজে সহ মরহুম সকল নেতা কর্মী ও এলাকাবাসির রুহের মাখফেরাত কামনা করে দোয়া করা হয়।
COMMENTS