কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সেমাবার ভোরে প্রতিপক্ষরা কলেজ শিক্ষকের ফলজ ও বনজ বৃক্ষ কেটে ফেলেছে। এতে শিক্ষকের লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে শিক্ষক মো: শহীদুল্লাহ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার তারাগঞ্জ কলেজের প্রভাষক ও পাবুর গ্রামের শফিউদ্দিনের পুত্র শহীদুল্লাহ গং দের সাথে পার্শ্ববর্তী আ: খালেকের পুত্র মুকুল মিয়া গংদের দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে ইতি পূর্বে বহু দেন দরবারও হয়েছে।
সোমবার ভোরে মুকুল মিয়া ও তার ভাই সুমন মিয়ার নেতৃত্বে চাচা ফারুক মিয়া, শামীম ও খোরশেদ দা, কুড়াল, লাঠি, শাবাল ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে বাদীর ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তিতে রোপনকৃত ২০০ টি কলাাগাছ , ১৫০ টি আম কাঠাঁল, মেহগনি, আকাশ মনি, পোয়া সহ বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা এলোপাথারী ভাবে কেটে ফেলে।
এতে শিক্ষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বাদীর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে তারা চলে যায়। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
COMMENTS