আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে গাজীপুরের কাপাসিয়া থানায় মঙ্গলবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীত কুমার রায় উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ শুনেন এবং সুষ্ঠু সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহন করেন।
কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ আহসান উল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র মতবিনিময়ে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক আব্দুল কবির মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ বজলুর রশিদ মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি ও তরগাঁও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, রায়েদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, সদর ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান তৈয়ব আলী, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন আহমেদ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, ফকির কামাল হোসেন, বেলায়েত হোসেন শামীম, আকরাম হোসেন রিপন, মজিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হক, ইউপি সদস্য আনোয়ার হোসেন, নুরুল ইসলাম প্রমূখ।
এছাড়া মতবিনিময় সভায় শিক্ষক, অ্যাডভোকেট, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, ভূক্তভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ, দীর্ঘ প্রায় ৫ বছর পর সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, নারী নির্যাতন, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ধরনের সংঘটিত অপরাধ দমনে কার্যকর ভূমিকায় থানা পুলিশের পাশাপাশি সমাজ-সচেতন ব্যক্তিদের সম্পৃক্ত করার জন্য ব্যাপক আলোচনা হয়। উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় পুলিশী জনবল কম থাকায় অপরাধ নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হচ্ছে। বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং জনবল বৃদ্ধি করার জন্য দাবী জানানো হয়।
COMMENTS