টানা গাড়ি, রিক্সা, সাইকেল, বাস, অটোরিক্সা, ভ্যান, নছিমন, টমটমে কৃষকরা খুব হাসি মুখেই কাঁঠাল নিয়ে গাজীপুরের কাপাসিয়ার বৃহৎ কাঁঠালের বাজারে এসে হাজির হয়ে থমকে যায় মধ্যস্বত্বভোগী দালালদের হাতে। বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না স্থানীয় কাঁঠাল উৎপাদনকারী কৃষকরা।
আজ শনিবার বাজারে কাঁঠালের দর চাঙ্গাই ছিল। তার পরও কৃষকরা ভাল দাম নিয়ে ঘরে ফিরতে পারছেনা মধ্যস্বত্বভোগী দালালদের কারণে এমন অভিযোগ শত শত কৃষকের।
আজ শনিবার বাজারে কাঁঠালের দর চাঙ্গাই ছিল। তার পরও কৃষকরা ভাল দাম নিয়ে ঘরে ফিরতে পারছেনা মধ্যস্বত্বভোগী দালালদের কারণে এমন অভিযোগ শত শত কৃষকের।
কৃষক বাজারে এলেই দালালরা কাঁঠাল নিয়ে টাঁনা হেঁচড়া শুরু করে। সেখানে কৃষকের উপস্থিতি ছাড়াই দালাল পাইকারদের কাছে কাঠাঁল বিক্রি করে দেয়। এতে কৃষক সরাসরি ভাল দাম না পেয়ে হতাশ হয়। উপজেলার দুর্গাপুর গ্রামের কামাল জানান, ভ্যানে করে ২৫ টি কাঁঠাল এনে দাম পেয়েছি ৭০০ টাকা। আশা করছিলাম আরও বেশি দাম পাব। দাম পাব কিভাবে কাঁঠাল বাজারে আনার আগেই কিছু লোক তাদের নিজেদের কাঠাঁল বলে বিক্রি করে ফেলে। বেড়াবাড়ির আ: জব্বার মুন্সির ছেলে জয়নাল বলেন, জৈষ্ঠ্যের পইল্লা থাইক্যা কাঁঠাল বেছা শুরু করছি এইজন্য দাম পাইছি। আইজ ৬ ডা পাঁকা কাঁঠাল মাত্র ১৬০ টাকা পাইছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইকার অভিযোগ করে বলেন, বাজারের ইজারাদাররা উচ্চ হারে টোল আদায় করার কারণে সাধারণ কৃষকদের কাছ থেকে কম মূল্যে কাঁঠাল কিনতে হয়। এতে অনেক পাইকার এ বাজারে না এসে অন্যত্র চলে গেছে। স্থানীয় পাইকার রতন জানায়, কাঠালের দাম চড়া। ঢাকায় এখনও কাঁঠালের দাম ভাল। আমাদের ব্যবসাও ভাল।
COMMENTS