শ্রীপুরে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান সোহেলের (২৫) হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মীরা।
বুধবার দুপুর ১২ টার দিকে কলেজের পাশে প্রশিকা মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শ্রীপুর উপজেলা যুবলীগের কমিটিকে অভিনন্দন জানানোকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহেলের সাথে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মামুনের কথা কাটাকাটি থেকে বিরোধ সৃষ্টি হয়। গত মঙ্গলবার এ নিয়ে তাদের তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এ ঘটনার জের ধরে বুধবার বেলা ১২ টার দিকে কলেজের পাশে প্রশিকা মোড়ে উপজেলা ছাত্রলীগের কিছু কর্মী সোহেলের ওপর হামলা চালিয়ে হাতের রগ কর্তন ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোহেলের বড় ভাই সাখাওয়াত হোসেন রিপন জানান, বিল্লাল মামুন ও তার সহযোগীরা তার ভাইকে কুপিয়ে আহত করেছে। সোহেলকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তার বাঁ হাতের রগ কাটা ছাড়াও পেটে ও পায়ে আঘাত রয়েছে বলে জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
COMMENTS