রাজধানীর প্রবেশ পথ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রাতে ফলে ফরমালিনমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রাতে দিনব্যাপী অভিযানে ফরমালিন থাকায় বিপুল পরিমাণে ফলমূল ধ্বংস করা হয়।
গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ফল বোঝাই ট্রাক ও বাসে অভিযান চালিয়ে মাত্রাতিরিক্ত ফরমালিন থাকায় বিপুল পরিমাণ আম ও লিচু জব্দ করা হয়। পরে এগুলো মহাসড়কে ঢেলে ধ্বংস করা হয়। মহাসড়কের পাশাপাশি গাজীপুরের সর্বত্র ফরমালিন মুক্ত অভিযান চালানো হবে বলে জানিয়েছে গাজীপুরের জেলা প্রশাসক।
COMMENTS