বিনোদন ডেস্ক: চারিদিকে বিশ্বকাপ নিয়ে চলছে নানান আয়োজন। আর এই বিশ্বকাপ আয়োজনে তারকারাও পিছিয়ে নেই। নিজের প্রিয় দলকে নিয়ে তারকাদের মাঝেও চলছে উত্তেজনা। প্রিয় তারকারা বিশ্বকাপে কোন টিমকে সমর্থন করছেন সেটা নিয়ে ভক্তদের মনে আছে নানান রকমের কৌতুহল। আর তাই তারকারাও ভক্তদের কৌতুহল মেটানোর জন্য নিজেদের প্রিয় দলের কথা জানিয়ে দিচ্ছেন ভক্তদেরকে।
মৌসুমি-ওমরসানি বিনোদন জগতের দুটি প্রিয় নাম। অসংখ্য ভক্ত আছে এই গুণী তারকা দম্পতির। সম্প্রতি মৌসুমি ও ওমরসানি জানিয়েছেন তাদের প্রিয় দলের কথা। বিশ্বকাপে তাদের প্রিয় দল ব্রাজিল। প্রিয় দলের জার্সি পরে দুজনে মিলে বেশ কিছু ছবিও তুলেছেন।
মৌসুমি জানিয়েছেন তাদের প্রিয় দুই সন্তানও ব্রাজিলের সমর্থক। পুরো পরিবারই ব্রাজিলের সমর্থক হওয়ায় পুরো পরিবারেই চলছে ব্রাজিলকে নিয়ে উম্মাদনা। ব্রাজিলের জন্য শুভকামনাও জানিয়েছেন এই তারকা দম্পতি।
COMMENTS