বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিট কমান্ড ও জেলার উপজেলা ইউনিট কমান্ড এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার সকাল আটটা থেকে মুক্তিযোদ্ধা ভোটারগণ নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোট দেয়া শুরু করছেন। জেলা সংসদ নির্বাচনে একজন ইউনিট কমান্ডার ও দু’জন ডেপুটি কমান্ডারসহ মোট ১৭টি পদে ৩টি প্যানেলে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসক নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগণ ভোট কেন্দ্র পরিদর্শণ করেন। বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কেন্দ্রীয় সংসদ নির্বাচনেও ভোট দিচ্ছেন তারা।
জেলার ৫টি উপজেলার ৫টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে।
COMMENTS