রোববার রাত্র নয়টায় গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দির এর নবনির্মিত নাট মন্দির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দির পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও গাজীপুরের অসংখ্য দীন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, শ্রী শ্রী কৃপাময়ী কালিমন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সনজিৎ মল্লিক বাবু প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, সৃষ্টিকর্তাকে যে নামেই ডাকি না কেন বিশ্ব শান্তি যেন বজায় থাকে, জগতের সকল প্রাণী যেন ভালো থাকে, এবং পরিবার পরিজন নিয়ে সকলে শান্তিতে যেন বসবাস করতে পারে এটাই আমাদের সকলের কামনা।
গাজীপুর শহরে শিববাড়ী থেকে জেলা পরিষদ পর্যন্ত উড়াল সেতু নির্মাণের কাজের বর্ণণাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মের বর্ণনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি। কৃপাময়ী কালী মন্দিরে পূর্বে তাঁর আর্থিক সহযোগিতার হাত সম্প্রসারণের কথা স্মরণ করে আবারও ওই মন্দির উন্নয়নে আর্থিক অনুদান বরাদ্দের ঘোষণা দেন তিনি।
শ্রী শ্রী কৃপাময়ী কালিমন্দির এর নবনির্মিত নাটমন্দির উদ্বোধনের পর সুসজ্জিত নাটমন্দিরে গভীর রাত পর্যন্ত অসংখ্য দীন ভক্তবৃন্দ উপস্থিতিতে গীতা পাঠের আসর চলে।
COMMENTS