ডেস্ক, কলকাতা : নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বাংলাদেশ সময় রাত ১১.৫৫ মিনিটে কলকাতার দমদম বিমাবন্দর এলাকা থেকে তাকে আটক করে ভারতীয় এন্টি টেরোরিস্ট বাহিনী। নূর হোসেনসহ তিন জনকে আটক করে কলকাতার বিশেষ গোয়েন্দা পুলিশ।
নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন কুইখালি এলাকার ইন্দ্রপ্রস্থ এ্যাপার্টমেন্ট থেকে তাকেসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
আজ রোববার তাদের কলকাতার আদালতে তোলা হবে বলে কলকাতা পুলিশের একটি বিশেষ সূত্র নিশ্চিত করেছে।
অপর একটি সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
তাদের বর্তমানে বারাসাত থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।
বারাসাত থানার একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে নূর হোসন সম্পর্কে ইন্টারপোলকে অবহিত করা হয়। এরপর থেকে সংস্থাটি তার সম্পর্কে অনুসন্ধান চালিয়ে আসছিল। এর সূত্র ধরে শনিবার সন্ধ্যায় নূর হোসেনসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
COMMENTS