নেইমারদের রুখে দিল মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। টানটান উত্তেজনাকর ম্যাচে মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার প্রতিরোধে ব্রাজিলের সঙ্গের ম্যাচ গোল শুন্য ড্র হয়েছে। বুধবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের ফোর্তালেজা শহরের কেস্তেলাও স্টেডিয়ামে দুইদলই শূন্য গোলে পুরো ৯০ মিনিট খেলা শেষ করেছে। এমনকি বাড়তি তিন মিনিটেও কেউ গোল দিতে পারেনি।
প্রথমার্ধে মেক্সিকান গোলরক্ষক ওচোয়া দুর্দান্তভাবে কয়েকটি গোল সেভ না করলে হয়তো ৩-০ তে এগিয়ে থেকে খেলা শেষ করতে পারতো ব্রাজিল। খেলার শুরুতেই নেইমারকে ফাউল করে গ্যালারির উত্তেজনা যেন বাড়িয়ে দিয়েছেন মেক্সিকো। এরপর আরো তিনবার রেফারির বাঁশি। ব্রাজিলের ডি-বক্সের ভেতরে দ্রুত একটি আক্রমণও করে মেক্সিকো। তবে তা ব্যর্থ চেষ্টা। পাল্টা আক্রমণে অস্কারের পাস থেকে ফ্রেড ঠিকভাবে পায়ে লাগাতে পারলে প্রথম গোল উৎসব করতে পারতো ব্রাজিল। কিন্তু মেক্সিকান গোলকিপার ওচোয়োর অবদানে তা পারেনি স্বাগতিকরা। কারণ তার দক্ষ গোলকিপিংয়ের কারণে কমপক্ষে ৩টি গোল থেকে রক্ষা পেয়েছে মেক্সিকো।
২৬ মিনিটে দানি আলভেজের ক্রসে নেইমারের দারুণ হেড অসাধারণ সেভ করলেন ওচোয়া। ৪৪ মিনিটে বক্সে থিয়াগো সিলভার সহায়তায় পাওয়া পাওলিনহোর শটটি আটকে দিলেন মেক্সিকোর গোলরক্ষক। ৬৯ মিনিটে নেইমারের ভলিটাও কী দারুণভাবে সেভ করলেন ওচোয়া! ম্যাচের শেষ দিকে, ৮৬ মিনিটে সিলভার হেডটিও আটকে গেল ওচোয়ার ‘আঠালো’ হাতে! যেভাবে চোখধাঁধানো সব সেভ করলেন মেক্সিকোর এ গোলরক্ষক—বলাই যায়, এক ওচোয়া ঠেকিয়ে দিলেন ব্রাজিলকে।
ব্রাজিলের দখলে ছিল ৫৩ শতাংশ, মেক্সিকোর সেখানে ৪৭। ব্রাজিলের লক্ষ্যে শট ছিল ৮টি, মেক্সিকোর সেখানে ৩টি। মেক্সিকোর রক্ষণভাগ কতটা জমাট ছিল, সেটিই স্কোরলাইনই বলে দিচ্ছে। মেক্সিকো অবশ্য ক্ষণে ক্ষণে কাঁপন ধরিয়েছে ব্রাজিলের রক্ষণভাগকেও। হুলিও সিজারকেও বেশ কবার পরীক্ষা দিতে হয়েছে মেক্সিকোর কাছে।
বিশ্বকাপের ২০তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল-মেক্সিকো দু’দলই জয় পেয়েছেন। ‘এ’ গ্রুপের আজকের খেলায় যে দল জয় পাবে তাহলে বলা যায় দ্বিতীয় রাউন্ডে পা রাখা মোটামুটি নিশ্চত। এদিক দিয়ে শক্তি এবং পরিসংখ্যানের বিচারে ব্রাজিলের সম্ভাবনা বেশি।
COMMENTS