চীন ও বাংলাদেশের মধ্যে পাঁচটি বিষয়ে সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকে এ চুক্তি সাক্ষর হয়। সফরের চতুর্থ দিনে সোমবার দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অফ পিপল-এ বৈঠক হয় ।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, চুক্তি, সমঝোতা স্মারক ও নোট অফ এঙচেঞ্জ মিলিয়ে পাঁচটি বিষয় সই হয়েছে। সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি এর মধ্যে রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে আরো আলোচনা চালানোয় সম্মত হয়েছে দুই পক্ষ।
শীর্ষ বৈঠকের আগে গ্রেট হল অফ পিপল-এ গার্ড অফ অনার দেয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তিনি গার্ড পরিদর্শন করেন এবং সামরিক অভিবাদন গ্রহণ করেন।
এর আগে সকালে বেইজিংয়ে ‘চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে’ এক সেমিনারে অংশ নেন শেখ হাসিনা।
ছয়দিনের সফর শেষে আগামী ১১ জুন শেখ হাসিনার দেশে ফেরার কথা।
COMMENTS