শ্রীপুরে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে প্রতিপক্ষের সংঘর্ষে আক্তারুজ্জামান (৪৫) নিহত এবং তার বড় ভাই হুমায়ুন কবির(৪০) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের ফাউগাইন (নিশ্চিন্তপুর) গ্রামে।
জানা যায়, ফাউগাইন গ্রামের মমিন ও জালাল গংদের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ নিতে হলে একই গ্রামের আক্তারুজ্জামান গংদের জমিতে বৈদ্যুতিক খুটি স্থাপন করতে হয়। আক্তারুজ্জামান তাদের জমিতে খুটি স্থাপনে আপত্তি জানালে দু’পক্ষের মধ্যে বেশ ক’দিন ধরে বিরোধ চলছিল।
শুক্রবার সকাল ১০টার দিকে এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। আক্তারুজ্জামান ও তার ছোট ভাই হুমায়ুন কবির নিশ্চিন্তপুর দক্ষিনপাড়া জামে মসজিদে জুম’আর নামাজ শেষে বাড়ী ফেরার পথে মমিন ও জালাল গং তাদের উপর হামলা করে দা’দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে।
হাসপাতালে নেওয়ার পথে আক্তারুজ্জামান মারা যায়। আশংকাজনক অবস্থায় হুমায়ুন কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্তারুজ্জামান ফাউগান গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
COMMENTS