শ্রীপুরে সৃজিত জাল কাগজ পত্রে পৌর ভূমি অফিস থেকে জমি নামজারির চেষ্টার অপরাধে দু’প্রতারককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ ওই দু’প্রতারককে পৌর ভূমি অফিস থেকে আটক করেছে। আটককৃতরা হলো- পৌর সভার কেওয়া এলাকার মাইজুল ইসলাম বেপারী ও টেংরা গ্রামের হাবিবুর রহমান। প্রতারকের বিরুদ্ধে শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে মৃত আ: রহমান বেপারীর পুত্র আ: রশিদ বেপারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে সঙ্গবদ্ধ একটি ভূমি জালিয়াত চক্র দীর্ঘদিন ধরে পৌর এলাকায় জমির জাল দলিল, পর্চা সৃষ্টি করে জাল জালিয়াতি, হুমকী, ধমকি দিয়ে জমির নামজারী ও জমাভাগ করেন। সম্প্রতি পৌর এলাকার মৃত আ: আউয়ালের পুত্র মাইজুল ইসলাম বেপারী জাল জালিয়াতির মাধ্যমে আঃ রশিদের জমি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের হাবিবুর রহমান গং দের নামে নামজারি জমি ভাগ করে নেন। জমির প্রকৃত মালিক আঃ রশিদ বিষয়টি জেনে শ্রীপুর উপজেলা ভূমি অফিসে মিস মোকদ্দমা দায়ের করেন।
মঙ্গলবার উপজেলা ভূমি অফিসে মিস মোকদ্দমার কাগজপত্র পর্যালোচনা করার সময় উক্ত জালিয়াত চক্রটি ভূমি অফিসের সামনে জমির মালিক আঃ রশিদের ওপরে হামলা চালায়। এসময় শ্রীপুরের সহকারী কমিশনার ভূমি নাজমুল ইসলাম ভূইয়া শ্রীপুর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দু’ই প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। শ্রীপুর থানার ডিউটি অফিসার আটকের ঘটনার সত্যতা স্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
COMMENTS