পূবাইল রেল স্টেশন এলাকায় নোয়াখালি থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় রাজধানীর ঢাকার সঙ্গে দুই ঘন্টা ধরে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
রেলওয়ে সূত্র জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পূবাইল স্টেশন থেকে ছাড়ার সময় ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এসময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মাত্র সোয়াশ’ গজ দূরে আটকে যায়। অল্পের জন্য দু’টো ট্রেন মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায়।
এরপর থেকে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল ব্যাহত হয়। পূবাইলের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম বলেন, নোয়াখালী থেকে ঢাকার পথে থাকা উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি বেলা সোয়া ১টার দিকে লাইন পরিবর্তন করার পর সময় পড়ে যায়।
এতে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস পূবাইল স্টেশনের আউটারে আটকা পড়ে। পরে এই আন্ত:নগর ট্রেনটি সোয়া ৩টার দিকে তিন নম্বর লাইন দিয়ে সিলেটের পথে ছেড়ে যায় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
COMMENTS