সেনিট্যাশান প্রোগ্রাম, দারিদ্র বিমোচন, নারী শিক্ষার প্রসার, বাল্য বিয়ে প্রতিরোধের লক্ষে রোটারী ক্লাব অফ উত্তরার স্পনসরে গাজীপুরের কাপাসিয়ার লোহাদী গ্রামে আর সি সি জলপাইতলা শাখায় শনিবার দুপুর ১ টায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন কর্মসূচী পালন করেছেন ক্লাবের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট কলিমুর রহমান, প্রেসিডেন্ট (২০১৪-২০১৫) রিফাত জাহান লিজা, সেক্রেটারী সালমা আহমেদ, পি পি রোটারিয়ান রোমেল, রোটারিয়ান সোয়েব, রোটারিয়ান শাহাদাত হোসাইন, কো অর্ডিনেটর রোটারিয়ান মামুন সিরাজুল আলম, আর সি সি সুপারভাইজর আজিজুল হক, শফিকুল ইসলাম বাবুল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত কর্মকর্তারা রোটারীর অর্থায়নে উন্নয়ন প্রকল্প লোহাদী ও বেলাশী গ্রামের অতি দরিদ্র ১০ টি বাড়িতে পাকা সেনেটারী টয়লেট নির্মাণ পরিদর্শন করেছেন। এছাড়া ২০১৩ সাল থেকে ভোলা জেলার চর ফ্যাশন উপজেলায় রোটারী ক্লাব অফ ইন্টারন্যাশনাল এ ধরনের সামাজিক উন্নয়ন প্রকল্পের কাজ করে যাচ্ছে।
লোহাদী গ্রামের নাজমা বলেন, স্বামী অসুস্থ হওয়ার পর থেকে আমি সেলাইয়ের কাজ করে সংসার চালাই। মেয়ে তানিয়া শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজে পড়ে। বাড়িতে খোলা টয়লেট ছিল। খুব অসুবিধা হতো। এখন আমাদের টয়লেটের আর কোন সমস্যা নেই। এতে আমার পরিবারের খুব উপকার হয়েছে।
পরে স্থানীয় সাংবাদিকদের সাথে তাদের কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা করেছে। সভায় এবি নিউজ২৪.কমএর নূরুল আমীন সিকদার, দৈনিক দিনকালের এফ এম কামাল হোসেন, দৈনিক ভোরের পাতার মনজুরুল হক, দৈনিক মুক্ত বলাকার শাকিল হাসান উপস্থিত ছিলেন।
COMMENTS