ভূমিদস্যুদের লাগামহীন তৎপরতায় গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের মূল ফটকের সামনেই পার্কিং এরিয়া ও সংলগ্ন এলাকার বন বিভাগের মালিকানাধীন পার্কের জমি ভূমি খেকোরা জবর দখল করে রাতারাতি গড়ে তুলছে দোকান, বাড়িঘর। দুর্বৃত্তায়নের কাছে জিম্মি হয়ে পড়ছে বন কর্মকর্তা ও দর্শনার্থীরা।
জানা যায়, গত ৩১ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর থেকেই প্রতিদিনই দেশী বিদেশী হাজার হাজার দর্শনার্থী পার্ক পরিদর্শনে আসে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে নিবৃত পল্লীতে অবস্থিত পার্ক এলাকা ক্রমেই ব্যবসা কেন্দ্রে পরিণত হয়।
অর্থলোভী এক শ্রেনীর স্থানীয় প্রভাবশালীরা সংঘবদ্ধ হয়ে পার্ক এলাকায় আধিপত্য বিস্তার করতে লিপ্ত হয় নানা অপতৎপরতায়। চক্রটি পার্কিং এরিয়ায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠা স্থাপন সহ পার্কে আসা দর্শনার্থীদেরকে ইভটিজিং, ধর্ষন, নির্যাতন করা সহ প্রতিনিয়তই করে আসছে ছিনতাইয়ের মত অপরাধ। স্থানীয় ভাবে পার্ক এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী উঠলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। দুবৃত্তের অপতৎরতায় ব্যবসা হারাচ্ছে ইজারাদার।
ভূমি খেকোরা রাতারাতি পার্কের মূল ফটকের সামনে রাথুরা মৌজার আরএস ১০৫৫৩, ১১৭৭০ ও ১০৫২৩নং দাগের বন ভূমি জবর দখল করে গড়ে তোলেছে দোকানসহ বিভিন্ন পাকা স্থাপনা। এতে করে বেহাত হয়ে যাচ্ছে পার্কের ভূমি। সূত্রমতে স্থানীয় সিরাজ উদ্দিন, করিম, ফারুক, মাহফুজ, হেলাল, আলামিন, রুবেল, শাহাবুদ্দিন, আমির হোসেন, সালামত, নাজমুল সহ একটি সংঘবদ্ধ দুবৃত্তের দল এলাকায় মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে বেড়াচ্ছে।
১৬ নভেম্বর ২০১২ তারিখে মাহফুজগং ফরেষ্টার আনোয়ার হোসেনকে মারপিটের ঘটনায় শ্রীপুর থানায় মামলা রুজু হয়। ৫ জুন ২০১৩ তারিখে আসলাম গং ফারুক নামক এক দর্শনার্থীকে মারপিট করে টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়। ১৯ জুলাই ২০০৭ তারিখে পার্ক গেইটে দায়িত্ব পালন কালে কর্মচারীদেরকে মারপিট করে। ২৭ জুলাই ২০১৩ তারিখে পার্কে আসা মহিলা দর্শনার্থীকে আশরাফুল আলম ও আকতার হোসেন গং রাতভর ধর্ষন করে টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় থানা মামলা হয়।
২১ মে ভূমি খেকোরা পার্কের ভূমি থেকে একটি মূল্যবান তাল গাছ কেটে ফেলে। বাধা দিতে গিয়ে বন কর্মীরা ভূমি খেকোদের রোষানলে পড়ে। শ্রীপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও শ্রীপুর থানার এস.আই আব্দুল মালেক তালগাছটি ভূমি খেকোদের জিম্মায় দিয়ে যায়। সম্প্রতি পার্কের ভূমি জবর দখল করে স্থাপনা নির্মাণ করায় বন বিভাগের মালিকানাধীন সরকারি সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার পাশাপাশি দুর্বৃত্তদের অপতৎপরতায় দর্শনার্থীর হ্রাসের আশংকা করছে এলাকাবাসী।
নাম প্রকাশ না করে বন কর্মীরা জানায়, ওই দুবৃত্তরা পার্কের ভিতরে জোরপূর্বক প্রবেশ করে কর্মরতদের জিম্মি করে বীরদর্পে ঘুরাফেরা করে দর্শনার্থীদের ইভটিজিং ছিনতাইসহ নানাভাবে হয়রানি করে থাকে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্রাচার্য জানান, দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দিলেও পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেফতারসহ কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় অপতৎপরতা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রভাবশালীদের কাছে ক্রমেই জিম্মি হয়ে পড়ছে পার্ক কর্তৃপক্ষ।
COMMENTS