অক্লান্ত পরিশ্রম আর কঠিন অধ্যবসায়ে এ এস সি ও সমমান জি পি এ ৫ পাওয়া ১৭৯ জন শিক্ষার্থী ও ৮ জন মাকে সংবর্ধনা দিয়েছেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষে সিমিন হোসেন রিমি এমপি।
শনিবার সকাল ১১ টায় উপজেলার মনোরম সিনেমা হলে শহীদুল্লাহ আযাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এম পি ও উপজেলা আওয়ামীল সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন আলী, রেজাউর রহমান লস্কর মিঠু, কাপাসিয়া থানার ওসি মো: আহসান উল্লাহ, মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আযাদ, আলমগীর হোসেন আকন্দ, আইন উদ্দিন আহম্মেদ, আ: মালেক, সুফিয়া বেগম, শিক্ষার্থী সুমাইয়া, স্বপ্না, রুপালী, মাহমুদা নিশাত শৈলী প্রমূখ।
অনুষ্ঠানে এস এস সির ১০৬ , দাখিল ৫৬ , কারিগরির ৫ মোট ১৭৯ জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও ৮ জন মাকে সেলাইমেশিন ও নগদ টাকা প্রদান করা হয়।
COMMENTS