বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশকে এখন আর ঔষধ আমদানি করতে হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুসারে ঔষধ আমদানি নিষিদ্ধ করা না গেলেও বাংলাদেশেই এখন স্বল্পমূল্যে বিশ্বমানের ঔষধ তৈরি হচ্ছে।
দেশের চাহিদা মিটিয়ে এখন ঔষধ বিদেশে রপ্তানি করা হচ্ছে। সুতরাং বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এখন আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছ থেকে সুযোগ সুবিধা আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখবো।
বুধবার গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিকেল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিকেল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো বাংলাদেশে উৎপাদিত পোষাক ও ঔষধের গুনগত মান ও প্রযুক্তির প্রশংসা করেন।
পরে তিনি জেলার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
COMMENTS