রীপুর থানা পুলিশ ৩ জুন মঙ্গলবার গভীর রাতে পৌর সভার বহেরারচালা এলাকা থেকে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করেছে।
গোপন সংবাদে শ্রীপুর থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে পৌর সভার বহেরারচালা-বেড়াইদের চালা সড়কের দু’পাশ থেকে দু’দল পুলিশ কমান্ডো স্টাইলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দু,ই ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ দেহ তল্লাশী করে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদের ব্যবহৃত মোটর সাইকেল আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বেড়াইদেরচালা গ্রামের সুলতান বেপারীর ছেলে তুহীন বেপারী (৩০) ও নূর মোহাম্মদের ছেলে সবুজ (২৮)। এ সময় কৌশলে তাদের অপর সহযোগী জাকির হোসেন পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
COMMENTS