শ্রীপুরে ড্রেন ও নর্দমার দুর্গন্ধযুক্ত পঁচা ও কর্দমাক্ত ময়লা খেয়ে বেচেঁ থাকা এক আজব মানুষের সন্ধান পাওয়া গেছে। ওই ব্যাক্তির নাম আব্দুস সালাম (৪৩)। মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে উপজেলার মাওনা চৌরাস্তার কিতাব আলী প্লাজার সামনে ড্রেন থেকে ময়লা খাওয়ার সময় সন্ধান মিলে ময়লা খেকো আব্দুস সালামের।
ক্ষুধা পাওয়ায় তিনি ড্রেনে নেমে দুর্গন্ধযুক্ত, পঁচা, ময়লা ও কর্দমাক্ত খেয়ে যাচ্ছেন। পাশেই কৌতুহলী প্রায় অর্ধশত পথচারী দেখছেন ময়লা খাওয়ার দৃশ্য। খাওয়া শেষে ড্রেনেই জমে থাকা ময়লা পানি দিয়ে হাত ও মুখ ভাল করে ধুয়ে চলে গেলেন অন্য কোথাও।
জানা গেছে, ময়লা খেকো আব্দুস সালামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলায়। লম্বায় প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি উচু ছিম-ছাম গড়নের লোকটির পড়নে লুঙ্গি আর পাঞ্জাবী, মাথার চুল প্রায় পাকা দাড়ীও পেকে গেছে। ড্রেন থেকে অবলীলায় ময়লা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দীকালে কথা হয় তার সাথে। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি পঁঁচা, ময়লা ও কর্দমাক্ত খেয়ে জীবন ধারণ করছেন। যখনই খিদে পাবে তখনই তিনি ড্রেন খুঁজে খাদ্যের সন্ধানে নেমে পড়েন ড্রেনে।
একাধারে প্রায় ৫ মিনিট ধরে দুর্গন্ধযুক্ত পঁচা ও কর্দমাক্ত ময়লা খেয়ে ক্ষুধা নিবারণ করেন। জীবনে বিশেষ কোন এক দিনে তিনি ভাত খেয়েছেন বলে জানান। ময়লা খেকো মানুষটিকে দেখে পাগল মনে না হলেও পথচারীরা তাকে টাকা-পয়সা ও খাবার দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
COMMENTS