আজকের দিনটি আমার জীবনের একটি আনন্দের দিন। কারন আজ আমি নিজেই খেলোয়াড়, দর্শক সাড়ির কোন সদস্য নই। খেলা শুরু হওয়ার পূর্বে কথাগুলো বলছিল - মিতু, সে ধলাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর গাজীপুর প্রোগ্রাম ইউনিটের উদ্দ্যোগে ১১ জুন বুধবার ধলাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করে। এর মধ্যে শিশুদের চিত্রাংকন, ৪র্থ ৫ম শ্রেনীর ছাত্রীদের কুইজ, ফুটবল, রচনা প্রতিযোগিতা, এলাকা পরিদর্শন, র্যালী, আলোচনা সভা ও মাইকিং।
সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। খেলায় বিদ্যালয়ের ছাত্রীরা এ ও বি দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করে। ৪৫ মিনিটের খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় এ দল পর-পর দু’টি গোল করে বি দলকে পরাজিত করে।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্ল্যান ইন্টারনেশনাল গাজীপুর পোগ্রাম ইউনিটের ম্যানেজার আব্দুল কুদ্দুছ,শামীমা আক্তার ও পাবলিক অ্যাফিয়ার এন্ড কমিউনিকেশন কনসালটেন্ট, কোকা - কোলা বাংলাদেশ । এর পর অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর গাজীপুর প্রোগ্রাম ইউনিট বিশ্ব পরিবেশ দিবসে এ বছরের প্রতিপাদ্য ’হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর ’শ্লোগানকে বাস্তবায়নের লক্ষে জনগনের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য তার কর্ম এলাকায় মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল ফুটবল প্রতিযোগিতা, মাইকিং, শিশুদের চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা, এলাকা পরিদর্শন, র্যালী, এবং আলোচনা সভা।
COMMENTS