শ্রীপুরে দিন ব্যাপী ডিজিটাল মেলা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনকরা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন উক্ত মেলার আয়োজন করে। মেলায় উপজেলায় কর্মরত সরকারী বিভিন্ন দপ্তর, শ্রীপুর পৌরসভা, উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র, স্কুল-কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন ও এনজিও অংশ নেয়।
অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান কর্তৃক জনগণের জন্য তথ্য সেবার কার্যক্রম উপস্থিত দর্শনার্থীদের প্রদর্শন ও অবগত করান। মেলায় ২২ টি স্টল স্থান পেয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদেকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল হাসান, উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ হাসান ইমাম, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান খান, পরিসংখান কর্মকর্তা শাহাবুদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা সৈয়দ আনোয়ারুল ইসলাম ও উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সেপেক্টর মাহবুবুর রহমান প্রমুখ।
বিকেল ৪.৪৫ মিনিটে মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ গ্রহনকারীদের পুরস্কৃত করার সম্মতি প্রদান করেছেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ রহমত আলী।
মেলায় অংশ নেয়া শ্রীপুর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব ছিদ্দিকা আক্তার জানান, ডিজিটাল মেলা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের অন্যতম মাধ্যম। এ ধরনের মেলা কোমল মতি ছাত্র-ছাত্রীদের কম্পিউটার চালনায় ও তথ্য প্রযক্তি,তথ্য আদান-প্রদান বিষয়ে অত্যান্ত সহায়ক ভূমিকা রাখবে।
COMMENTS