টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট, হোসেন মার্কেট এলাকায় অবরোধ করে দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় শিক্ষার্থীরা মহাসড়কে ব্যাপক গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের দুই শিক্ষার্থী ছুটিরপর মহাসড়ক পার হওয়ার সময় কলেজের সামনে একটি চলন্ত পিকআপের চাকায় পিষ্ঠ হয়। সহপাঠিরা গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের দেহে অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালে তাদের অবস্থার উন্নতি লক্ষ্য করা গেছে। এ ঘটনায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী বুধবার মহাসড়কে নেমে এসে সকাল ৯ টা থেকে কয়েক দফা ওই এলাকার সকল রাস্তাঘাট অবরোধ করে মহা সড়কে চলমান যানবাহন ভাংচুর করতে থাকে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা ও গাজীপুর জেলা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। শিক্ষার্থীরা পুলিশের সামনে ব্রীজ চাই ব্রীজ চাই বলে শ্লোগান দিতে থাকে। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান শিক্ষার্থীদের দাবি পূরণে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে যথাশীঘ্র কলেজ গেটে একটি ফুটওভার ব্রীজের ব্যবস্থা করার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১ টায় তারা অবরোধ তুলে নেন।
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আবুল কাশেম জানান, মহাসড়কের পাশে আমাদের প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৭ হাজার, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ১১ হাজার, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে সাড়ে ৬ হাজার, টঙ্গী কমার্স কলেজে আড়াই হাজার, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে ১ হাজার ছাড়াও ধুমকেতু, দি স্কলার্স কলেজ, জিনিয়াস স্কুল এন্ড কলেজ, নিউব্লোন স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ জনতা প্রতিদিন কলেজগেট এলাকা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হয়। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা হওয়ার কারণে একটি ফুটওভারব্রীজ জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। এ দাবি শুধু ছাত্রছাত্রীদেরই নয় এটি এলাকার সর্বস্তরের জনসাধারণেরও প্রাণের দাবি।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটিরপর সড়ক পার হতে গিয়ে ৮ম শ্রেণীর দু’শিক্ষার্থী লুব্বা ও ছোয়া একটি মালবাহী পিকআপের চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মহাসড়কে একটি ফুটওভার ব্রীজের দাবি নিয়ে সড়ক অবরোধ করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বে বিক্ষুব্ধরা কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। যথাশীঘ্র কাঙ্খিত স্থানে একটি ফুটওভারব্রীজ নির্মাণের লক্ষে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী মোসা. লুব্বা আক্তারকে (১৪) ও সানজিদা আফরিন ছোয়া (১৫) মালবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
COMMENTS