সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সংরক্ষিত ১০ ভাগ কোটা বাতিলের দাবি জানিয়েছেন কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের মালিকরা। আর এজন্য কোমলমতি শিক্ষার্থীদের প্রচন্ড রোদে দাঁড় করিয়ে মানববন্ধন ও মিছিল করেছেন তারা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করে।
আয়োজকরা জানান, ৬ষ্ঠ শ্রেণিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ ভাগ কোটা বরাদ্দ রয়েছে। ওই কোটা বাতিল করে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য তারা আন্দোলন করছেন।
আন্দোলনে গাজীপুর জেলার বেশ কিছু কেজি স্কুলের শিক্ষার্থী অংশ নেন।
COMMENTS