টি-টোয়েন্টি মর্যাদা পেলো নেপাল ও নেদারল্যান্ড। বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করায় আইসিসির নজরে পড়ে নেপাল ও নেদারল্যান্ড। সঙ্গত কারণেই মেলবোর্নে অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সভায় এই দু’দেশকে টি-টোয়েন্টির মর্যাদা দেয়া হয়।
পাশাপাশি আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাতকে দ্রুত ওয়ানডে স্ট্যাটাস দেয়া হবে বলে জানিয়েছে আইসিসি।
বার্ষিক এই সভায় আরো বলা হয়, টেস্ট ক্রিকেটে একজন বোলার মাঠের বাইরে সময় কাটিয়ে আসলেও তাকে আবার বল করার সুযোগ দেয়া হবে। ত্রিশ ওভার পর্যন্ত একজন বোলার সময় ব্যয় করতে পারবে। টি-টোয়েন্টিতে প্রতিটি ইনিংস ৮০ মিনিটের পরিবর্তে ৮৫ মিনিট করা হয়েছে।
২০২০ সালের পরিবর্তে ২০২৩ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) করা হয়েছে। দীর্ঘ মেয়াদি খেলার সূচির সঙ্গে আরো নতুন যুক্ত হতে পারে। হোম সিরিজ ও বাইরে সিরিজে মিল রেখে তিন ফরমেটের খেলায় নির্ধারণ করা হয়েছে।
COMMENTS