শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নকে শিশু বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে উক্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন কার হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্ল্যান ইন্টারনেশনাল বাংলাদেশের গাজীপুর জেলা পোগ্রাম ইউনিট ম্যানেজার আব্দুল কুদ্দুছ।
অন্যান্যের মধে শিশু বিবাহের ক্ষতি কারক দিক, শিশু বিবাহে নারীর-ক্ষমতায়নের একটি বড় বাধা, এর কারনে নারীরা শিক্ষা বঞ্চিত হয় ও নানা ধরনের শারীরিক-মানসিক সমস্যায় ভুগে উল্লেখ করে বক্তব্য রাখেন- টেংরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন, নাছরিন সুলতানা, সাংবাদিক কবির সরকার, সংশ্লিষ্ট ইউপির কাজী মোঃ নুরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলান ও রতন সরকার, গনস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী আয়েশা ছিদ্দিকা প্রমুখ।
পরে তেলিহাটি ইউপিকে শিশু বিবাহ বন্ধ ঘোষনা ও শপথ গ্রহন করা হয়। অনুষ্ঠানে ওই ইউনিয়নের শিশু, কিশোর-কিশোরী, ছাত্র-ছাত্রী, শিক্ষক, অফিবাবক, নারী-পুরুষ, কাজী, ইমাম, সাংবাদিক, এনজিও প্রতিনিধি বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
COMMENTS