টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলতে গিয়ে মালিক পক্ষের হামলার শিকার হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক। তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকেরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার টঙ্গীর ভাদাম রোডের সিনকী গার্মেন্টস কারখানার কয়েকশ শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবীতে কারখানায় কর্মবিরতি শুরু করেন। অপরদিকে কারখানার কর্মকর্তারা শ্রমিকদের কাজে যোগ দেয়ার জন্য চাপ দিতে থাকেন। কাজে যোগ না দিলে শ্রমিকদের চাকরিচ্যুতির হুমকি দেয়া হয়। একপর্যায়ে শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখে বেলা ২টায় বকেয়া পরিশোধের দাবীতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধান ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক আব্দুল আলিম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলছিলেন। পরে তারা কর্তৃপক্ষের বক্তব্য জানতে গেলে তাদেরকে অফিস কক্ষে আটকে বেধড়ক মারপিট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রতি মাসের ১০ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও গত কয়েকমাস যাবৎ কর্তৃপক্ষ একাধিক কিস্তিতে বেতন পরিশোধ করে আসছে। এতে করে শ্রমিকদের ঘরভাড়া দোকান বাকি পরিশোধে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। চলতি মাস প্রায় অর্ধেক অতিবাহিত হতে চললেও গত মাসের বেতন পরিশোধের ব্যাপারে কর্তৃপক্ষের উদাসিনতা দেখে শ্রমিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ফলে তারা কর্তৃপক্ষকে চাপ দিতেই কল বন্ধ করতে বাধ্য হন বলে জানান।
সিনকি কারখানার পরিচালক আব্দুল্লাহ হীল হাদীর সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করে বলেন, ওই দুই সাংবাদিকের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেয়। আহত দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ আহমেদ প্রধানকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল সিনকি গ্রুপের পরিচালক আব্দুল্লাহ হেল হাদী (৪০) ও পিয়ন সাগরের (২৭) নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার টঙ্গীর ভাদাম রোডের সিনকী গার্মেন্টস কারখানার কয়েকশ শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবীতে কারখানায় কর্মবিরতি শুরু করেন। অপরদিকে কারখানার কর্মকর্তারা শ্রমিকদের কাজে যোগ দেয়ার জন্য চাপ দিতে থাকেন। কাজে যোগ না দিলে শ্রমিকদের চাকরিচ্যুতির হুমকি দেয়া হয়। একপর্যায়ে শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখে বেলা ২টায় বকেয়া পরিশোধের দাবীতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধান ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক আব্দুল আলিম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলছিলেন। পরে তারা কর্তৃপক্ষের বক্তব্য জানতে গেলে তাদেরকে অফিস কক্ষে আটকে বেধড়ক মারপিট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রতি মাসের ১০ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও গত কয়েকমাস যাবৎ কর্তৃপক্ষ একাধিক কিস্তিতে বেতন পরিশোধ করে আসছে। এতে করে শ্রমিকদের ঘরভাড়া দোকান বাকি পরিশোধে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। চলতি মাস প্রায় অর্ধেক অতিবাহিত হতে চললেও গত মাসের বেতন পরিশোধের ব্যাপারে কর্তৃপক্ষের উদাসিনতা দেখে শ্রমিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ফলে তারা কর্তৃপক্ষকে চাপ দিতেই কল বন্ধ করতে বাধ্য হন বলে জানান।
সিনকি কারখানার পরিচালক আব্দুল্লাহ হীল হাদীর সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করে বলেন, ওই দুই সাংবাদিকের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেয়। আহত দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ আহমেদ প্রধানকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল সিনকি গ্রুপের পরিচালক আব্দুল্লাহ হেল হাদী (৪০) ও পিয়ন সাগরের (২৭) নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
COMMENTS