টঙ্গীর বিসিকস্থ জাতীয় পার্টি কার্যালয়ে শনিবার বিকালে গাজীপুর মহানগর সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রাক্তণ সৈনিক পার্টির কেন্দ্রিয় সভাপতি নিজাম উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, এসএম মহিউদ্দিন, মোঃ আব্দুল মতিন, শেখ মোঃ রতন মিয়া, মোঃ সিরাজ উদ্দিন, যুবনেতা মোঃ মনোয়ার হোসেন মনো প্রমুখ।
COMMENTS