এবার টঙ্গীতে ছিনতাইকারীর কবলে পড়লেন নারী সহাকারী পুলিশ সুপার (এএসপি-চলতি) তানজিলা শারমিন। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল সেট ও আইডি কার্ড (পরিচয়পত্র) ছিনিয়ে নেয়।
ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তবে বুধবার থানায় জিডি করার পর ঘটনা জানাজানি হয়।
টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার শাহানা জমির জানান, এএসপি (প্রফেশনাল) তানজিলা শারমিনের আইডি কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ৮৭৬ ।
এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, টঙ্গী থেকে বাসায় যাওয়ার পথে এএসপি (প্রফেশনাল) তানজিলা শারমিন ম্যাডামের আইডি কার্ড ও মোবাইল খোয়া গেছে।
এ ব্যাপারে এএসপি তানজিলা শারমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।
COMMENTS