টঙ্গী থেকে ১৮ জুন বুধবার ভোর রাতে ৯ টি তাজা ককটেল, ককটেল তৈরির বিভিন্ন মালামাল ও দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো মুন্সিগঞ্জের সিরাজদিখানের দক্ষিণ পাউষাট গ্রামের আবছার উদ্দিনের ছেলে শিপন (২৫) এবং ময়মনসিংহের নান্দাইলের জলডাঙ্গা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে হাবিবুর রহমান ওরফে হাতকাটা হাবু (২২)। তারা টঙ্গীর দত্তপাড়ার হিমারদীঘি এলাকায় বসবাস করত।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সন্ত্রাসী হাতকাটা হাবু ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ৪ টার দিকে দত্তপাড়ার হিমারদীঘি এলাকার হাবুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে হাবুর বাড়ী থেকে ৯ টি তাজা ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম (বারুদ, পাথর, জর্দার কৌটা ইত্যাদি), ৫ টি বড় ছোড়া, একটি চাপাতি উদ্ধার এবং ওই দুই যুবককে আটক করা হয়।
COMMENTS