টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের ৮ম শ্রেণীর দুই ছাত্রী সানজিদা জান্নাত ছোঁয়া ও তাসনিয়া ইসলাম রুদবা টঙ্গী কলেজ গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রুদবা ঢাকা এ্যাপোলো হাসপাতালে ও ছোঁয়া ঢাকা শমরীতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসা সহায়তা হিসেবে ছোঁয়ার পরিবারকে ৫০ হাজার টাকা ও রুদবার পরিবারকে ১ লাখ টাকা বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মিলনায়তনে বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি গাজীপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনছুরুল আলম মিলন, হাজী মোঃ ইসমাইল হোসেন, এড. রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ আবুল কাশেম, আব্দুল মতিন, মোস্তাফা কামাল, ইলিয়াস আহমেদ প্রমুখ।
গর্ভনিং বডির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারকে চিকিৎসা সহায়তা হিসেবে আপাতত দেড় লাখ টাকা প্রদান করছি। তাদের সুস্থ্য হতে যত টাকা লাগে সহায়তা করা হবে। তবুও তারা যেন সুস্থ হয়ে উঠে আল্লাহ’র দরবারে এ কামনা করি। এছাড়াও যত দ্রুত সম্ভব টঙ্গী কলেজ গেইট এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।
COMMENTS