টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে সুজন নামের একজনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর মাইজদী থেকে সজল নামে এক ব্যক্তি তার স্ত্রী শিউলী ও বোন সেলিনাকে নিয়ে বৃহস্পতিবার গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দেন। রাতে টঙ্গী পৌঁছে স্টেশন রোড বাসস্ট্যান্ডের একটি হোটেলে খাবার খেয়ে ছিনতাইকারী দলের খপ্পরে পড়ে। রাত ১০টায় হোটেল থেকে বের হওয়ার পরই ৫-৬ জনের ওই ছিনতাইকারীদল তাদের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। ঘটনার সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসময় সুজন (৩০) নামের একজনকে পাকড়াও করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
খবর পেয়ে রাতেই টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বলছে, নিহত সুজন ওই ছিনতাইকারী চক্রের সদস্য। সে পাশের একটি বস্তিতেই থাকতো।
COMMENTS