টঙ্গী থানার স্টেশন রোড এলাকায় রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ। স্টেশন রোড থেকে আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু পর্যন্ত চলে এ অভিযান।
রোববার সকাল ১১টা থেকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এসএসপি) শাখাওয়াত হেসেনের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযানে টঙ্গী মডেল থানার পরিদর্ক ইসমাইল হোসেন, পরিদর্শক তদন্ত মো. আমিনুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। অভিযানে রাস্তার পাশে ফলের দোকান, কাঁচামালের দোকান, চায়ের দোকানসহ বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়েছে।
টঙ্গী মডেল থানার অপারেশন অফিসার হাসানু্জ্জামান উচ্ছেদ অভিযানের এ তথ্য নিশ্চিত করেন।
COMMENTS