টঙ্গী প্রতিনিধিঃ টঙ্গীতে পিআইবি আয়োজিত দুইদিন ব্যাপী শিশু ও নারী বিষয়ক রিপোটিং কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ সোমবার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মোঃ শাহ্ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক এম.এ কাশেম রানা, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সিরাজ সাজু, ৭১’ টেলিভিশন গাজীপুর প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন সরকার প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী দিনে কর্মশালায় অংশগ্রহণকারী ৩০জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
COMMENTS