বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক আয়োজিত শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং এর উপর দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
রোববার সকালে টঙ্গীর আইআরআই ট্রেনিং সেন্টারে স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল কর্মশালার উদ্বোধন করেন।
পিআইবি’র পরিচালক (প্রশিক্ষণ) ড. আনোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আইআরআই অধ্যক্ষ মো. আমিনুল হক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান। কর্মশালার সমন্বয়কারী রাফিজা রহমান ও সিআরসি, সিডও বিশেষজ্ঞ আব্দুল্লাহ শাহরিয়ার তত্ত্বাবধানে প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাশেম রানা।
কর্মশালায় গাজীপুর জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রথম দিনে বাংলাদেশ শিশু ও নারী পরিস্থিতি, সিডও সনদ ও শিশু-নারী রিপোর্টিং সম্পর্কে প্রশিক্ষণ দেন।
COMMENTS