টঙ্গীর দত্তপাড়া এলাকার মেডিসিন কর্ণার এন্ড ভ্যারাইটি স্টোরের সামনে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবারসহ রিজভি আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করে রোববার গাজীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌণে ১২ টায় টঙ্গী মডেল থানার জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল উল্লেখিত এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশ সদস্যরা অস্ত্রধারী ওই যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে গুলিবিহিন একটি আগ্নেয়াস্ত্র (রিভলবার) উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার হওয়া যুবক নর্দার্ণ ডিপ্লোমা সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে টঙ্গীর বহু মামলার পলাতক আসামি অস্ত্রধারী ও চাঁদাবাজ ইমরানের সহযোগী। এ ঘটনায় থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি টঙ্গী মডেল থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন নিশ্চিত করেন বলেন, ধৃত যুবক টঙ্গীর টপটেরর ও চাঁদাবাজ ইমরানের সহযোগী বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষে পুলিশী অভিযান অব্যাহত আছে।
COMMENTS