পলাশ প্রধানঃ আজ সোমবার সকাল সাড়ে ১১টায় টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে ছিনতাইকালীন সময়ে শীর্ষ ছিনতাইকারী মো. রমজান (৩০) কে হাতে নাতে আটক করেন থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রমজানকে আটক করার জন্য তৎপর রয়েছে। সংবাদ পেয়ে রমজানকে ধরার জন্য একটি টিম কাজ করে আসছিল। সাড়ে ১১টার দিকে দত্তপাড়া এলাকায় ছিনতাইকালে তাকে হাতে নাতে টঙ্গী মডেল থানা পুলিশ এএসআই মো. মোজাম্মেদ হক ও এএসআই মো. জিহাদুল হক আটক করেন।
অন্যদিকে, এএসআই মিজানের নের্তৃত্বে গত রাত ২টায় টঙ্গীর বড় দেওরা এলাকা থেকে ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক করেন। আকটকৃতরা হলেন, ময়মনসিংহের বালিকান্দার গ্রামের মো. তোফাজ্জুল হোসেনের ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও বড় দেওরার ফয়েজ উদ্দিনের ছেলে মো. হাসান মিয়া (৩০)।
উল্লেখ্য, গত ৬ জুন টঙ্গীর ছিনতাই করে পালানো সময় স্থানীয় জনতার গনপিটুনীতে এক পেশাদার ছিনতাইকারী সুজন মিয়া (৩২) নামে নিহত হয়। নিহতের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে ৪টি ধারালো চাপাতি ও ৬৭ টি মোবাইল সেট উদ্ধার করেন।
এবিষয়ে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টঙ্গীতে ছিনতাইকারীর সংখ্যা একটু বেশী হলেও বর্তমানে তা নির্মূলে নিয়ে আসা হচ্ছে। টঙ্গীতে ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য একটি বিশেষ অভিযান হচ্ছে।
COMMENTS