রেজাউল কবির রাজিবঃ টঙ্গীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার বিকেলে টঙ্গী পাইল স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফারুক আহম্মেদ, সাতাইশ উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফিরুজ খান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে দিবা শাখার প্রধান মাহাবুবুল আলম, শিক্ষক প্রতিনিধি মোঃ আবু জাফর, টঙ্গী থানা শিক্ষা অফিসার মোসাম্মদ ফরিদা আখতার লুনা, সহকারী শিক্ষা অফিসার শিক্ষা বিশ্বাস, আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার নজরুল ইসলাম বিপ্লব, আব্দুস সবুর মিয়া, রজব আলী ভূঁইয়া, মাহাবুবুল আলম, ফৌজিয়া খানম চৌধুরী প্রমুখ।
চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ২-০ গোলে সাতাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন দল হিসেবে পুরষ্কার গ্রহণ করেন। এছাড়াও টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ১-০ গোলে গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন দল হিসেবে বিজয়ী হন।
COMMENTS