টঙ্গীর বিসিক আলেরটেক এলাকায় মেলার নামে জুয়া খেলাকে কেন্দ্র করে সোমবার দিবাগত রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সবুজ হাসান হ্যাপী (৩১) ও নাজমুল হক (২৮) নামে দ’জন আহত হন। তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানায়, আলেরটেক এলাকায় জুয়ারী নুরনবী, মমিন ও আহমেদ আলী মেলার নামে মাঠ বরাদ্দ নিয়ে প্রতিরাতে জুয়ার আসর চালিয়ে আসছিল। মাঠে এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্রসহ উঠতি বয়সী ছেলেদের মাদক ও জুয়ার আড্ডায় পরিণত হয়। পরে সবুজ, নাজমুলসহ এলাকার লোকজন জুয়া খেলায় বাধা দিলে নুরনবীর লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে সবুজ ও নাজমুল আহত হয়। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
COMMENTS