টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট, হোসেন মার্কেট এলাকায় অবরোধ করে ব্যাপক ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় পুলিশের নায়েক আফজাল হোসেন, কনস্টেবল রবিউল ইসলাম ও পথচারী মিলে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটে একটি ফুটওভার ব্রীজের দাবি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা ও গাজীপুর জেলা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌছে তাদেরকে অবরোধ তুলে নিতে আহ্বান করে। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের সামনে ব্রীজ চাই ব্রীজ চাই বলে শ্লোগান দিয়ে সড়কের উভয় পার্শ্বে আটকে পড়া যানবাহনে ভাংচুর শুরু করে। এভাবে কয়েক দফা ভাংচুর ও শিক্ষার্থীদের তান্ডবে সাধারণ যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে ছুটাছুটি শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ থেকে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ আবুল কাশেম জানান, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার লক্ষে একটি কুচক্রি মহল ও বখাটেদের ইন্ধনে গত ১০ জুনের সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে যানবাহন ভাংচুর ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটাচ্ছে।
উল্লেখ্য, গত ১০ জুন মঙ্গলবার সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অষ্টম শ্রেণির দুই ছাত্রী মোসা. লুব্বা আক্তারকে (১৪) ও সানজিদা আফরিন ছোয়া (১৫) মালবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী কলেজগেট এলাকায় একটি ফুটওভার ব্রীজের দাবি জানিয়ে দফায় দফায় মহাসড়ক অবরোধ ও ভাংচুর করে আসছে।
COMMENTS