রাজধানীর তুরাগ থানার ধউড় এলাকায় ফরমালিনযুক্ত আম ও লিচুর ৩ হাজার ৯০০ ঝুড়ি ধ্বংস করা হয়েছে। এর মধ্যে আম ২ হাজার ১০০ এবং লিচুর ১ হাজার ৮০০ ঝুড়ি। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ফরমালিনবিরোধী অভিযানে এসব ফল জব্দ করে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ওই আদালতে ১১ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা, ফলের মালিকদের বিরুদ্ধে ১৩টি মামলা এবং ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
জানা যায়, ১২৪টি গাড়িতে অভিযান চালিয়ে ৮০টিতে ফল পাওয়া যায়। এর মধ্যে বেশিরভাগই ফরমালিনযুক্ত।
এদিকে পুলিশের সিগন্যাল অমান্য করার অপরাধে (ঢাকা মেট্রো ড-১১-৩৯৯২) কাভার্ডভ্যান চালক আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং ধ্বংসের জন্য রাখা ফলের স্তূপ থেকে ফল চুরি করার অভিযোগে (ঢাকা মেট্রো খ-১১-৩১৮৬) ইসরাফিল নামে এক প্রাইভেটকার চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া আব্দুল্লাহপুর চেকপোস্টে ফলের মধ্যে ফরমালিনের মাত্রা বেশি থাকায় আদুল জলিল ও মোঃ হোসেন আলী নামে ২ ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউল আলম।
COMMENTS