প্রতারণা করতে গিয়ে গাজীপুরে দুই নারী প্রতারক তানু (২৫) ও দুলালী (২৪) আটক হয়েছে। এসময় তাদের গাড়ির চালককেও আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৭৮ হাজার টাকা।
পুলিশ জানায়, ওই দুই প্রতারক একটি নোয়া মাইক্রেবাসে বেসকারী টেলিভিশন বাংলাভিশনের স্টিকার লাগিয়ে সোমবার বিকালে নগরের ভাদুন এলাকার সৌদি প্রবাসি আফজাল হোসেন সরকারের বাড়িতে যায়। আফজালের স্ত্রীকে পটিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় প্রতিবেশীরা জড়ো হয়ে আটক করে পূবাইল পুলিশ ক্যাম্পে পুলিশের হাতে সোপর্দ করে।
COMMENTS