বাংলাদেশে বিভিন্ন বিদেশি ফুটবল দলের সমর্থনে যারা এসব দেশের পতাকা তুলছেন, তাদের প্রতি এই পতাকা নামিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন সরকারের এক মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, বিদেশি পতাকা উত্তোলন আইনের লংঘন।
এর আগে সোমবার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরের জেলা প্রশাসকও অন্য দেশের পতাকা ২৪ ঘণ্টার মধ্যে নামিয়ে ফেলার অনুরোধ জানিয়েছিলেন।
যশোরের জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বিদেশী পতাকা ওড়ানো বাংলাদেশের ফ্ল্যাগ রুলের লংঘন ।
যশোর থেকে স্থানীয় সাংবাদিক সাজেদুর রহমান জানান, জেলা প্রশাসকের এই আহ্বানের পর সোমবার থেকেই বিভিন্ন দেশের পতাকা নামিয়ে ফেলতে দেখা গেছে।
প্রতিবারই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সময় বাংলাদেশে বিভিন্ন বিদেশী ফুটবল দলের সমর্থকরা এসব দেশের পতাকা উড়িয়ে তাদের সমর্থনের প্রকাশ ঘটান।
বাংলাদেশের ফুটবল অনুরাগীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিল। এই দুটি দলের পতাকাই চোখে পড়ে সবচেয়ে বেশি।
ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টকে সামনে রেখে বাংলাদেশে এখন বিভিন্ন দলের পতাকা বিক্রির ব্যবসাও জমে উঠেছে।
– বিবিসি।
COMMENTS