শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীর অনুপুস্থিতিতে স্বামীর লিঙ্গ কেটে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। নিহতের নাম পঙ্কজ দেবনাথ (২৫)। বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানায়। তিনি জৈনাবাজার এলাকায় জনৈক আফির মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় গুলশান স্পিনিং মিলে চাকরি করতেন।
বৃহস্পতিবার দুপুর দুইটায় ভাড়াবাসার একটি রুমে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, পঙ্কজ দেবনাথ তিনমাস আগে মিতালী রানীকে (২০) বিয়ে করেন। বিয়ের পর স্বামী-স্ত্রী জৈনাবাজারে আফির মিয়ার বাড়িতে ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন। ৫/৬ দিন আগে মিতালী বাবার বাড়ি বেড়াতে যান।
সূত্র জানায়, বুধবার রাতে নিজ ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন পঙ্কজ। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা না খোলায় এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর দুপুর ১২টার দিকে জানালা দিয়ে লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ঘটনার কারণ ও কে বা কারা এ ঘটনায় জড়িত থাকতে পারে, তা জানাতে পারেনি পুলিশ।
তবে ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
COMMENTS